নিউ মার্কেট খুলবে কিনা- চুড়ান্ত সিদ্ধান্ত হবে শনিবার

  06-05-2020 10:54PM

পিএনএস ডেস্ক: রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ১০ মে থেকে সরকারের পক্ষ থেকে সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খোলা রাখার নির্দেশনা দেয়া হলেও ঢাকা নিউ মার্কেট খোলা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত এখনও হয়নি। আগামী শনিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে নিউ মার্কেট দোকান মালিক সমিতি।

বুধবার (৬ মে) সন্ধ্যায় এ কথা জানান নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আশরাফউদ্দিন আহমেদ বাবু।

তিনি জানান, সরকারের পক্ষ থেকে আগামী ১০ মে থেকে সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত মার্কেট খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু একদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও অপর দিকে ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি নিয়ে এখনও তারা সিদ্ধান্তহীন।

আশরাফউদ্দিন বাবু বলেন, ‘সংক্রমণ বাড়ছে, আমরা সেদিকেও খেয়াল রাখছি। আবার ব্যবসায়ীদের কথা ভাবতে হচ্ছে। সব মিলিয়ে আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারিনি। শনিবার পর্যন্ত আমরা দেখবো। পরিস্থিতি বুঝে শনিবার সিদ্ধান্ত হবে যে রবিবার আমরা দোকান খুলবো কি খুলবো না।’

তিনি আরও বলেন, ‘সরকার মার্কেট খুলতে বলেছে। কিন্তু গণপরিবহন বন্ধ। পরিবহন বন্ধ থাকলে আমাদের কর্মীরা কীভাবে আসবে? ক্রেতারা কীভাবে আসবে? শুধু দোকান খুললেই তো হবে না। আমাদের আশেপাশে অনেক মার্কেট আছে, তারাও কী সিদ্ধান্ত নেয়, সেটাও আমরা দেখবো। সবাই খুললে তো আর আমাদের বন্ধ রেখে লাভ নেই।’

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন