এবার বাণিজ্য মেলা পূর্বাচলে, '১৭ মার্চ' উদ্বোধন

  14-12-2020 03:00AM

পিএনএস ডেস্ক : করোনা মহামারির কারণে দুইমাস পিছিয়ে মার্চ মাসে শুরু হতে যাচ্ছে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি পেলে মার্চের ১৭ তারিখ রাজধানীর পূর্বাচলে নতুন ভ্যেনুতে মেলার আয়োজন হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়।

রবিবার (১৩ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বোর্ডসভায় বাণিজ্যমেলা নিয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সভায় সভাপতিত্ব করেন।

সূত্র জানায়, চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রীকে চিঠি দেবে আয়োজক প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। অনুমতি মিললে ডিসেম্বরেই কেবল রপ্তানি করে এমন প্রতিষ্ঠানের কাছে দরপত্র চাওয়া হবে। এ ছাড়া আন্তর্জাতিক ক্রেতা ও প্রতিষ্ঠানকে মেলায় অংশ নিতে এ মাসেই দূতাবাসগুলোকে চিঠি দেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘করোনার কারনে আমরা মেলা পিছিয়েছি। মুজিব বর্ষেই আমরা এ মেলা করতে চাচ্ছি। তবে মেলার নামে কোনো পরিবর্তন হবে না। অন্য সময় মেলা সামনে রেখে ছয় মাস আগেই প্রস্তুতি নেয়া হয়। করোনার কারণে আমারা এখন আড়াই মাসের মতো সময় পাবো। প্রধানমন্ত্রীর অনুমোদন মিললে দরপত্র ও দূতাবাসকে চিঠি দেব। করোনা পরিস্থিতির আরো অবনতি হলে নতুন সিদ্ধান্ত আসতে পারে।’

এত অল্প সময়ের মধ্যে কীভাবে মেলা আয়োজন করবেন জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘এবারের মেলা পূর্বাচলের স্থায়ী ভ্যেনুতে হচ্ছে। তাই অভ্যন্তরীণ সাজসজ্জায় সময় কম যাবে। এ ছাড়া স্টলও কম থাকছে। তাই চাপও কম। কেবল রপ্তানিযোগ্য প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়ায় আগের মতো তেমন ভীড় থাকবে না। তাই করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলাটা অনেক সহজ হবে।’

১৯৯৫ সাল থেকে জানুয়ারিতে এই মেলার আয়োজন করে ইপিবি। গত ২৫টি মেলা অস্থায়ীভাবে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল। ২০০৭ সালে সেখানেই একটি স্থায়ী মেলা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়। পরে পূর্বাচলে এ মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়। কিন্তু পুরোপুরি কাজ সম্পন্ন না হওয়ায় এতদিন আগারগাঁওয়েই মেলার আয়োজন হয়ে আসছিল।

তবে আয়োজনের পর থেকে কখনো এ মেলা আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে পারেনি বলে অভিযোগ রপ্তানিকারকদের।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন