সূচকের বড় উত্থানে লেনদেনও বেড়েছে

  10-11-2021 04:40PM

পিএনএস ডেস্ক: গতকালের মতো আজ বুধবারও (১০ নভেম্বর) বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে বেড়ে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও।

এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক শতাধিক পয়েন্ট বেড়েছে। সূচকের বড় উত্থানে লেনদেনও বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৪.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৯৮২.১৮ পয়েন্টে। ডিএসইতে আজ এক হাজার ১৬৩ কোটি ৭৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫৬ কোটি ৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৭ কোটি ৭৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩০১টির, শেয়ার দর কমেছে ৪৩টির এবং ৩১টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইতে আজ ৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পিএনএস/আইএইচ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন