পরিবহন খরচ বাড়ার প্রভাব পড়েছে চাল, আটা ও ময়দায়

  19-11-2021 04:45PM

পিএনএস ডেস্ক: রাজধানীর বাজারগুলোতে প্রায় সব ধরনের আটা-ময়দা ও চালের দাম বেড়েছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মূলত এই দাম বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়িরা ।

শুক্রবার (১৯ নভেম্বর) রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচও বেড়েছে। তাই আটা-ময়দা ও চালের দাম বেড়েছে। কেজিতে আটা ও ময়দার দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা।

অন্য দিকে বাজারে মিনিকেট, নাজির এবং আটাশ চালের দাম বস্তাপ্রতি ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বড়েছে।

বিশেষজ্ঞরা বলছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। এটি বছর শেষে আরও কমবে। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে সরকার জ্বালানি তেলের দাম কমিয়ে আনলে চালসহ সব সংকট থেকে সহজেই পরিত্রাণের পথ মিলবে।

পিএনএস-আইএইচ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন