বাটা শো রুমে ১৯৯৯ টাকার জুতা ২২৯৯ টাকায় বিক্রি

  19-04-2022 12:51PM

পিএনএস ডেস্ক :‘বাটা মানে একদর’ বোঝেন ক্রেতারা। ফলে চোখ বন্ধ করেই গায়ে লাগানো দরে কেনেন বাটার জুতা। দীর্ঘ সময় ধরে এমন হয়ে আসলেও এবার চট্টগ্রামের একটি শো-রুমে দেখা গেছে ভিন্ন চিত্র। ১৯৯৯ টাকার জুতা ২২৯৯ টাকায় বিক্রি করছিল শো-রুমটি। অভিযান চালিয়ে তাদের এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৮ এপ্রিল) নগরীর স্যানমার শপিং মলে এ অভিযান পরিচালনা করেন অধিদফতরের চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ। একই অভিযানে ‘গিগল’ নামে একটি কাপড়ের দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ বলেন, ১৯৯৯ টাকার ট্যাগ উঠিয়ে সেটার ওপর নতুন করে ২২৯৯ টাকার নতুন ট্যাগ বসিয়ে জুতা বিক্রি করছিল স্যানমার শপিং মলের বাটা শো-রুমটি। অভিযানে এর সত্যতা পাওয়ায় তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া দুই হাজার টাকার পোশাক ছয় হাজার টাকায় বিক্রি করায় একই শপিং মলের ‘গিগল’ নামে একটি দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন