মূলধন ঘাটতিতে রূপালী ব্যাংক : অডিটর

  09-05-2022 09:18PM

পিএনএস ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত একমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাংক রূপালি ব্যাংক ২০২১ সালে পর্যাপ্ত মূলধন রাখতে পারেনি বলে জানিয়েছে ব্যাংকের অডিটর।

ব্যাসেল-৩ অনুসারে, প্রতিটি ব্যাংককে রিস্ক ওয়েটেড সম্পদের অনুপাতে ন্যূনতম ১০ শতাংশ মূলধন রাখতে হয়।

সেই অনুযায়ী ৪ হাজার ২৫২ কোটি ৮৪ লাখ টাকার বিপরীতে রূপালী ব্যাংক মূলধন রাখতে পেরেছে ২ হাজার ৩৬৬ কোটি ৫৬ লাখ টাকা। যার অর্থ, এক হাজার ৮৮৬ কোটি ২৮ লাখ টাকার ঘাটতি রয়েছে রূপালী ব্যাংকে। যা ১০ শতাংশের পরিবর্তে ৫ দশমিক ৫৬ শতাংশ।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) আজ সোমবার তাদের ওয়েবসাইটে অডিটরের এই বক্তব্য তুলে ধরেছে।

অডিটর আরও জানিয়েছে, সরকার শেয়ার ইস্যু করার জন্য ৬৭৯ কোটি ৯৯ লাখ টাকা ইনজেক্ট করেছে। রূপালী ব্যাংক এরই মধ্যে শেয়ার ইস্যুতে অনুমোদনের জন্য গত ৮ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিলেও এ বিষয়ে এখনো অনুমোদন পায়নি।

গত সপ্তাহে, ব্যাংকটি ২০২১ সালের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দেয়। তখন বলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুসারে ব্যাংকের মূলধনের ভিত্তি শক্তিশালী করতে এই বোনাস শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন