কাঁচা পেঁপের দামে আগুন, কেজি ৮০

  18-05-2022 10:06AM


পিএনএস ডেস্ক: রাজধানীর বাজারগুলোতে পেঁপের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে কয়েক গুণ। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। সবজি ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন সময় পেঁপের দাম বেড়েছে, আবার কমেছে, কিন্তু কখনো ৮০ টাকায় পৌঁছায়নি।

গতকাল মঙ্গলবার রাজধানীর বেশ কিছু বাজারে গিয়ে সবজির বেশির ভাগ দোকানেই পেঁপে পাওয়া যায়নি। দু-একটি দোকানে পেঁপে থাকলেও দামে আগুন। ৭০-৮০ টাকার নিচে বিক্রি করছেন না খুচরা ব্যবসায়ীরা। এক সবজি বিক্রেতা বলেন, কারওয়ান বাজারে পেঁপের সরবরাহ কম থাকায় পাইকারি বাজারেই দাম অনেক বেশি। আমাদেরই ৬০ টাকা কেজি পাইকারি কিনে আনতে হচ্ছে।

জানা গেছে, কাঁচা পেঁপে বারোমাসি সবজি হলেও বর্তমানে নরসিংদীর পাইকারি ও খুচরা সবজির হাটগুলোতে সংকট দেখা দিয়েছে। মৌসুম না হওয়ায় পাইকারি হাটগুলোতে চাহিদার তুলনায় জোগান একেবারেই কম। এতে যে পরিমাণ পাওয়া যাচ্ছে তা চড়া দামে বিক্রি হচ্ছে। নরসিংদীর পাইকারি ও খুচরা সবজি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা। তবে ছোট আকারের পেঁপে ৫-১০ টাকা কম দামে বিক্রি হচ্ছে।


পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন