৮ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি মে মাসে ৭.৪২ শতাংশ

  19-06-2022 06:45PM

পিএনএস ডেস্ক : মে মাসে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী গত ৮ বছরের মধ্যে দেশে এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতি।

এর আগে ২০১৪ সালের মে মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ।

বিবিএস এর তথ্য অনুযায়ী, মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩০ শতাংশ আর খাদ্য বহির্ভূত খাতে ৬ দশমিক ০৮ শতাংশ। এপ্রিল মাসের তুলনায় মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়েছে, তবে খাদ্য বহির্ভূত খাতে কমেছে।

গত এপ্রিলে মূল্যস্ফীতি গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ ৬ দশমিক ২৯ শতাংশ ছিল। এপ্রিলে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২৩ শতাংশ আর খাদ্য বহির্ভূত খাতে ৬ দশমিক ৩৯ শতাংশ।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন