নতুন প্রজাতির কাঁকড়ার সন্ধান

  02-07-2022 09:20PM

পিএনএস ডেস্ক : রহস্যেঘেরা জগতে থেমে নেই অনুসন্ধান। বিজ্ঞানীরা সন্ধান পাচ্ছেন নতুন নতুন প্রাণীর। যা বিস্মিত করে আমাদের। সম্প্রতি নতুন প্রজাতির একটি কাঁকড়ার সন্ধান পেয়েছেন তারা। যা মোটেও অন্য কাঁকড়াদের মতো নয়। বরং এর পুরো শরীর স্পঞ্জ ও লোমে আবৃত। দেখতে যেন এক জীবন্ত স্পঞ্জ।

নতুন প্রজাতির এই কাঁকড়াটির নাম লামার্কড্রোমিয়া বিগেলস। ড্রোমিডে কাঁকড়ার অন্তর্ভুক্ত।যা স্পঞ্জ কাঁকড়া হিসেবে পরিচিত।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়ে, নতুন প্রজাতির এ কাঁকড়াটি পশ্চিম অস্ট্রেলিয়ার একটি পরিবার খুঁজে পান। কাঁকড়াটি সম্পর্কে জানতে একটি জাদুঘরে পাঠান তারা। এটি নিয়ে চলছে বিস্তর গবেষণা।

জাদুঘরের কিউরেটর অ্যান্ড্রু হোয়েস বলেছেন, এর স্পঞ্জ বাড়তে থাকে এবং কাঁকড়াটির পেছন পর্যন্ত বিস্তৃত হয়।

এটি কখনো আটকায় না।এটি কাঁকড়ার ওপরে সুন্দর একটি ক্যাপ তৈরি করে উপরিভাগে লেগে থাকে।

স্পঞ্জ কাঁকড়ার শরীরের চেয়ে অনেক বেশি বড় হতে পারে। শত্রুর হাত থেকে বাঁচতে শরীর থেকে একধরনের ভয়ানক রাসায়নিক নির্গত করে সে। আর এর শরীর যেহেতু পুরোটাই ভিন্ন আকৃতির স্পঞ্জে মোড়ানো তাই সমুদ্রের অন্য প্রাণী এদের আক্রমণ করতে পারেনা সহজে।

জানা যায়, ১৯২৫ সালেও এ ধরণের কাঁকড়ার সন্ধান মিলেছিল।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন