লিটারে সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমে ১৮৫

  17-07-2022 08:23PM

পিএনএস ডেস্ক : সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমানো হয়েছে। বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও আজ দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে ১৮৫ টাকায় বিক্রি হবে। আজ রোববার পর্যন্ত বাজারে এই তেলের দাম ছিল ১৯৯ টাকা। আর ৯৮০ টাকার পাঁচ লিটারের বোতলের নতুন দাম হবে ৯১০ টাকা।

আজ বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক থেকে সরকার নতুন দাম নির্ধারণ করে দেয়।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ভোজ্য তেলের নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে।

তিনি আরও জানান, প্রতি লিটার পাম তেলের দাম লিটারে ৬ টাকা কমে হবে ১৫২ টাকা।

পিএনএস/এমবিবি


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন