৩ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত

  01-08-2022 09:01PM

পিএনএস ডেস্ক : নিয়ম না মেনে ডলার কেনাবেচা করায় রাজধানীর ৩টি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া আরও একাধিক অবৈধ মানি চেঞ্জারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

লাইসেন্স স্থগিত হওয়া তিন প্রতিষ্ঠান হলো— বিসমিল্লাহ মানি চেঞ্জার, অঙ্কন মানি চেঞ্জার ও ফয়েজ মানি চেঞ্জার।

সিরাজুল ইসলাম জানান, অনেক মানি চেঞ্জার নিয়ম না মেনে ডলার কেনাবেচা করছে। এতে বাজারে ডলারের দামে কারসাজি হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা রোববার ২২টি মানি চেঞ্জার পরিদর্শন করেছেন। পরিদর্শনে দেখা যায়- বেশির ভাগ মানি চেঞ্জার নিয়ম মেনে ব্যবসা করছে না। আবার কেউ কেউ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন