রমজানে ব্যবসায়ীদের সংযমী হতে বললেন বাণিজ্যমন্ত্রী

  15-03-2023 05:10PM

পিএনএস ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ধর্ম বলেছে সংযমী হতে, নিজেকে নিয়ন্ত্রণ করতে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, অন্তত রমজান মাসটায় একটুখানি সংযমী হওয়া দরকার। আপনারা দয়া করে যেটি ন্যায্য হওয়া উচিত সেটাই করবেন। আমরা আপনাদের সারাদিন ধরে পাহারা দিয়ে রাখতে পারব না। তারপরও আমরা চেষ্টা করব। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিয়ে গেলাম, আপনার যেটা ন্যায্য হয় সেটা করবেন।

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ভোক্তাদের উদ্দেশে টিপু মুন‌শি ব‌লেন, প‌ণ্য তৈ‌রি‌তে একটা খরচ আছে। কেউ য‌দি এক‌টা মোটরসাইকেল অর্ধেক দা‌মে দেয় তাহ‌লে আপনা‌দের বুঝ‌তে হ‌বে কিভা‌বে দে‌বে। এই অর্ধেক দা‌মের কথা ব‌লে কিন্তু আলটিমেট‌লি মানুষ‌কে ঠকা‌নো হয়। প্রতা‌রিত করা হয়। কা‌জেই আপনারা সব‌কিছু ভে‌বে কাজ কর‌বেন। একজন বিজ্ঞাপন দি‌লেই আকৃষ্ট হ‌বেন না।

বাণিজ্যমন্ত্রী ব‌লেন, ভোক্তার অধিকার মানু‌ষের অধিকার। আমরা যখন ভোক্তা‌দের সব অধিকার সম্প‌র্কে জানা‌তে পার‌ব তখন আমা‌দের অর্ধেক কাজ শেষ হ‌য়ে যা‌বে। ভোক্তারা নি‌জেরাই স‌চেতন হ‌তে পার‌বেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান ভোক্তা অধিকার রক্ষায় জাতিসংঘের অনুমোদিত অধিকারগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

আলোচনাসভায় বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান প্রমুখ।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন