দাম কমলো সয়াবিন তেলের

  11-07-2023 10:04PM

পিএনএস ডেস্ক : বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

আজ মঙ্গলবার (১১ জুলাই) ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠনের পক্ষ থেকে নতুন এই দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আর খোলা পাম তেলের দাম লিটারে ৫ টাকা ও বোতলজাত পাম তেলের ১২ টাকা কমানো হয়েছে।

এখন থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৫৯ টাকা দরে। আর এক লিটারের বোতল বিক্রি হবে ১৭৯ টাকায়। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ধরা হয়েছে ৮৭৩ টাকা। আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১২৮ টাকায়। আর প্রতি লিটার বোতলজাত পাম তেল বিক্রি হবে ১৪৮ টাকা দরে।

নতুন দর আগামীকাল বুধবার (১২ জুলাইা) থেকে কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম মোল্লা।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন