পেট্রোলপাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার

  04-09-2023 12:23AM

পিএনএস ডেস্ক : জ্বালানি তেলের পাম্প মালিকদের ডাকা ধর্মঘট একদিন পর প্রত্যাহার করে নিয়েছে। সারাদিন ধর্মঘট চলায় বেশ বিপাকে পড়ে পরিবহন চালকরা। রাজধানীসহ দেশের প্রায় পেট্রোল পাম্প তেল সরবরাহ বন্ধ রাখে আন্দোলন করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

রাতে ধর্মঘট প্রত্যাহার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্যাংক-লরি মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব শেখ ফরহাদ হোসেন।

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে ৮টা ৩০ মিনিটে আন্দোলনকরা সংগঠনগুলো ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

এই ধর্মঘট ডাকা সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা, মেঘনা ও যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যাণ সমিতি।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন