ন্যানির সঙ্গে বসে খাবার খায় কারিনার ছেলেরা

  13-09-2023 05:00PM

পিএনএস ডেস্ক: দুই সন্তানকে নিয়ে সম্প্রতি বেশ কিছু কথা ফাঁস করেছেন বলিউড সুন্দরী। জানিয়েছেন, তৈমুর এবং জেহ-এর ন্যানির (আয়া) জন্য একটি নতুন নিয়ম তৈরি করেছেন কারিনা।

এক সাক্ষাৎকারে কারিনা বলেছেন, ‘আমার দুই ছেলেই ন্যানির সঙ্গে বসে একই টেবিলে খাবার খায়’। ‘একদিন তৈমুর আমাদের জিজ্ঞাসা করেছিল, কেন ন্যানি তার সঙ্গে বসে খাবার খায় না। এর পর জেহও একই প্রশ্ন করতে শুরু করে। তাই সাইফ এবং আমি সিদ্ধান্ত নিলাম, এখন থেকে তৈমুর এবং জেহ ন্যানির সঙ্গে একই টেবিলে বসে রাতের খাবার খাবে’।

ছেলের ন্যানি সম্পর্কে কথা বলতে গিয়ে করিনা জানিয়েছেন, ‘সেও আমার এবং সাইফের মতো একই সম্মান পাওয়ার যোগ্য। আমি যখন কাজে থাকি, তখন তিনি আমার সন্তানদের দেখাশোনা করেন। বেশিরভাগ সময়ই আমরা সবাই একসঙ্গে ট্রাভেল করি। তাঁরা আমার সন্তানদের নিজের সন্তানের মতোই দেখভাল করেন। এগুলি আমি উপেক্ষা করতে পারিনা’।

২০১২ সালের অক্টোবর মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান। ২০১৬ সালে বড় ছেলে তৈমুরের জন্ম দেন কারিনা, ছোট ছেলে জেহ-এর জন্ম হয় ২০২১ সালে।

সিনেমার মাধ্যমে ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন কারিনা। ক্রাইম থ্রিলার 'জানে জান' মুক্তি পাবে আগামী ২১ সেপ্টেম্বর। পরিচালক সুজয় ঘোষ। কারিনার সঙ্গেই ছবিটিতে অভিনয় করছেন বিজয় বর্মা, জয়দীপ আহলাওয়াত প্রমুখ। ছবিটি জাপানের লেখক কিগো হিগাশিনোর জনপ্রিয় উপন্যাস 'দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স'-এর হিন্দি অ্যাডাপ্টেশন। 'জানে জান'-র পর আরও একটি থ্রিলারে অভিনয় করবেন কারিনা। যা পরিচালনা করবেন হনশল মেহতা।

পিএনএস/এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন