নান্নুর মুখে সুশাসনের কথা, বাশারের চোখে স্বপ্ন

  06-08-2024 05:49PM

পিএনএস ডেস্ক: গণ-অভ্যুত্থানে তোপের মুখে পড়ে গতকাল (সোমবার) বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। ক্ষমতার পালাবদলে গুঞ্জন উঠেছে দেশের ক্রীড়াঙ্গন ভবিষ্যত নিয়েও। আজ (মঙ্গলবার) সকালে বিসিবির সামনে অবস্থান নিয়েছিলেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। সেই ব্যানারে বিভিন্ন দাবি-দাওয়ার কথা লেখা ছিল। ব্যানারে তারা পরিচয় হিসেবে লিখেছেন ‘ক্রিকেট সংগঠক’ হিসেবে।

সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমন। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, 'এখন সবার সহযোগিতা নিয়ে আমাদের ক্রিকেটটাকে চলমান রাখতে হবে। এখন দ্বিপাক্ষিক সিরিজ আছে, এ টিমের সফর আছে, সামনে টেস্ট সিরিজ আছে। এগুলো যাতে সময়মতো হয় সেটার জন্য সবার সহযোগিতা দরকার।'

'এখানে সুন্দরভাবে সবার সহযোগিতা নিয়ে ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য বদ্ধপরিকর। এখানে কোনো দ্বিমত নাই কারোর। আমাদের সবার সহযোগিতার দরকার, আমরা ক্রিকেটটাকে এগিয়ে নেব এটা আমাদের দায়িত্ব। আমরা চাই যে সুশাসনের, সুন্দরভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিতে পারি। এবং ভালোমতো মাথা উঁচু করে যাতে সমাজে দাঁড়াতে পারি সবাই চাচ্ছে এটা।'-যোগ করেন নান্নু।

পরে বাশার বলেন, 'আমার মনে হয় সম্ভব, দ্রুত এটা কেটে যাবে আমার বিশ্বাস। আমাদের সবকিছু তো ইন অর্ডার আছে। প্র্যাক্টিস আবার শুরু হয়ে যাবে। আমি আশাবাদী যে আমাদের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো আবার ঠিক মত হবে। কারণ আমাদের সামনে গুরুরত্বপূর্ণ খেলা আছে, বিশ্বকাপ আছে আমাদের ট্যুর আছে। আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা ভালো কিছুর স্বপ্ন দেখছি।'

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন