বিচারপতি মানিকের নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

  15-11-2022 07:35PM

পিএনএস ডেস্ক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলা হয়েছে। আজ মঙ্গলবার এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সাবেক এই বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা মো. নূর নবী মিয়া মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর শাহবাগ থানায় এ জিডি করেন।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কোনো ফেসবুক আইডি নেই উল্লেখ করে জিডিতে আরও বলা হয়, বিচারপতির ব্যক্তিগত নামে কোন ফেসবুক প্রোফাইল/পেজ/গ্রুপসহ কোন প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন অ্যাকাউন্ট খোলেন নাই এবং বিচারপতির পক্ষ হতে তার অনুমোদনক্রমে কোন ধরনের অ্যাকাউন্ট নাই এবং কখনো ছিল না।

জিডিতে আরও বলা হয়, গত ২ নভেম্বর বিচারপতির ওপর উপর কিছু দুষ্কৃতিকারী আক্রমণ চালায়। এ বিষয়ে পল্টন থানায় করা মামলা তদন্তনাধীন রয়েছে। তিনি মনে করেন দুটি ঘটনার মধ্যে যোগসাজস থাকতে পারে। তাই অপকর্মকারী ব্যক্তি ও মহলকে আইনের আওতায় নিয়া আনা অপরিহার্য।



পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন