মোহাম্মদপুরে ৫৩০ বস্তা চিনি জব্দ, দেড় লাখ টাকা জরিমানা

  22-11-2022 06:54PM

পিএনএস ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে মজুত করা ৫৩০ বস্তা চিনি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জব্দ করা চিনি বাজারমূল্যে বিক্রি করা হয়েছে। এ সময় দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালিয়ে চিনিরবস্তাগুলো উদ্ধার করা হয়। এ সময় দোকানদারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান ও মো. শাহ আলম।

মাগফুর রহমান অভিযান প্রসঙ্গে বলেন, অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালানো হয়। অভিযানে সততা ট্রেডার্স ও বিসমিল্লাহ ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠান ক্রেতার চাহিদা অনুযায়ী চিনি বিক্রি না করে মজুত করায় তাদের জরিমানা করা হয়েছে। দোকানদাররা সামনে খালি ড্রাম লুকিয়ে রেখে ভেতরে চিনির বস্তা মজুত করেছিলেন। এখানে দুটি প্রতিষ্ঠানে প্রায় ৫৩০ বস্তা চিনি পেয়েছি। মজুত করা এসব চিনি উপস্থিত ভোক্তাদের কাছে সরকারি রেটে বিক্রি করা হয়েছে।

তিনি বলেন, অবৈধভাবে চিনি মজুত ও বেশি দামে বিক্রির অপরাধে সততা ট্রেডার্স ও বিসমিল্লাহ ট্রেডার্সকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন