পিএনএস ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২৫ কেজি গাঁজাসহ একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।
আজ বুধবার সকালে উপজেলার পৌর শহরের ইমামপাড়া এলাকা থেকে মাদকগুলো জব্দ করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের আভিযানিক দল পৌরশহরের ইমাম পাড়া এলাকার একটি সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী ১২৫ কেজি গাঁজাবাহী সিএনজি চালিত অটোরিকশাটি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ জব্দকৃত মাদক উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পিএনএস/শাওন
কসবায় ১২৫ কেজি গাঁজাসহ অটোরিকশা জব্দ
14-12-2022 04:27PM
