রুমায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ ৩ জনকে অপহরণ

  17-03-2023 09:23PM

পিএনএস ডেস্ক : বান্দরবানের রুমায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ তিন জনকে অপহরণের অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে রুমার কেওক্রাডং সড়কে কাজ করার সময় তাদের অপহরণ করা হয় বলে জানা গেছে।

অপহৃতরা হলেন- সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার হোসেন (৫৪), ট্রাকচালক মো. মামুন (২৯) ও শ্রমিক আব্দুর রহমান (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুমার বগালেক-কওক্রাডং সড়ক নির্মাণকাজ করছিলেন সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আনোয়ার হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন দুই জন। কাজ চলাকালীন বৃহস্পতিবার বিকেলে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যরা তাদের অস্ত্রের মুখে অপহরণ করে।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, তিনজনকে অপহরণের খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন