অহেতুক সমীক্ষার বেড়াজালে পাউবোর প্রকল্প।। জঞ্জাল এড়াতে পাউবোর নিজস্ব সমীক্ষা ইউনিট গড়ে তোলা জরুরী

  26-07-2023 05:20PM

পিএনএস ( মো: শাহাবুদ্দিন শিকদার): অহেতুক সমীক্ষার বেড়াজালে আটকে আছে পাউবোর অনেক প্রয়োজনীয় প্রকল্প। দীর্ঘদিনেও সমীক্ষা শেষ না হওয়ায় নদীর মরফোলজিক্যাল পরিবর্তন হওয়ায় প্রকল্পের অঙ্গগুলোর প্রয়োজনীয়তার হ্রাস-বৃদ্ধি ঘটছে। ফলে, প্রস্তাবিত প্রকল্প পরিকল্পনা মন্ত্রনালয়ে নানাবিধ প্রশ্নের মুখোমুখি হচ্ছে। পাশাপাশি, প্রকল্প বাস্তবায়নেও নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে।

দেখা গেছে, ২০১৭ সালে হাওর ট্রাজেডির পরপরই সমীক্ষার জন্য সিইজিআইএস ও আইডব্লিউএম এ পাঠানো হাওর সংক্রান্ত সমীক্ষার আজও কোন কূল কিনারা হয়নি। যার কারণে হাওর সমস্যার আজও কোন সমাধান মেলেনি। নিকট ভবিষ্যতে যদি হাওর অঞ্চলে আগাম ফ্ল্যাশ ফ্লাড মারাত্নক ভাবে ধেয়ে আসে তাহলে হাওর অঞ্চলে দায়িত্বশীল অফিসারদের কিছুই করার থাকবে না কিন্তু চাকুরী নিয়ে টানাহেঁচড়ায় পড়তে হবে তাদের। এটা অমানবিক। ২০১৭ সালে হাওর ট্রাজেডি একেবারেই প্রাকৃতিক হলেও অহেতুক অনেক অফিসারের ক্ষতি হয়েছে। আজও অনেক অফিসার ক্ষতির মাশুল দিচ্ছেন যা মোটেও কাঙ্খিত নয়।

শুধু হাওর অঞ্চল নয় বরং সারাদেশের অনেক প্রস্তাবিত প্রকল্প স্টাডির দীর্ঘসূত্রীতার অজুহাতে আটকে আছে। এমনকি নদীর ভাঙ্গন কবলিত এলাকায়ও স্টাডির দীর্ঘসূত্রীতার নজীর মিলেছে। কোন কোন ক্ষেত্রে স্টাডি চলাকালীন সময়ে নদী ৩/৪ কিলোমিটার শিফট হয়ে যাচ্ছে। বাড়ি-ঘর, শহর-জনপদ চলে যাচ্ছে নদীর পেটে। এতে করে মানবিক বিপর্যয়েরও সৃষ্টি হচ্ছে কিন্তু স্টাডির নামে প্রহসন শেষ হয়নি। এভাবে পাউবোতে সমীক্ষার শত শত নির্যাতনের উদাহরণ দেওয়া যাবে।

অভিজ্ঞমহল মনে করেন, সমীক্ষার দীর্ঘসূত্রীতার এড়াতে পাউবোর একটি নিজস্ব সমীক্ষা ইউনিট গড়ে তোলা প্রয়োজন। সূত্রমতে, পাউবোর প্ল্যানিং এবং ডিজাইন বিভাগের যথেষ্ট দক্ষতা রয়েছে। এই দু'টি বিভাগের কিছু সংখ্যক কর্মকর্তাদের সমন্বয়ে স্টাডি ইউনিট গড়ে তোলা সম্ভব। পাশাপাশি, পাউবো থেকে অবসরে চলে যাওয়া অফিসারদের স্টাডি ইউনিটে কনসালট্যান্ট হিসেবে সংযুক্ত করা যেতে পারে। এতে করে বেধে দেওয়া সময়ের মধ্যে সমীক্ষা সম্পন্ন করে প্রকল্প বাস্তবায়ন সহজতর হতে পারে। পানি ভবনের ১২ তলায় পড়ে থাকা খালি স্পেসে সমীক্ষা ইউনিটের অফিস স্থাপন করা যেতে পারে।

ভুক্তভোগীমহল এ ব্যাপারে পানি সম্পদ মন্ত্রনালয়ের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন