নানিয়ারচরে ইউপিডিএফের সেকশন কমান্ডার আটক

  24-09-2023 05:40PM

পিএনএস ডেস্ক: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফের (মূল দল) সশস্ত্র সদস্য মনিশ চাকমাকে (৪০) আটক করা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার।

ওসি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার নানিয়ারচর সদর ইউনিয়নের দ্বিচান পাড়ায় এ বিশেষ অভিযান চালানো হয়। এসময় অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফ মূল দলের সশস্ত্র এ সন্ত্রাসীকে আটক করা হয়। আটক ব্যক্তি ইউপিডিএফ মূল দলের সেকশন কমান্ডার বলে জানা গেছে।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানানো হয়, দ্বিচান পাড়ায় মনিশ চাকমার বাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি ৩১৫ বোর রাইফেল, ম্যাগজিন, ছয় রাউন্ড অ্যামুনিশন এবং একটি ওয়াকিটকি পাওয়ায় তাকে আটক করে যৌথ বাহিনী। পরে এসব অস্ত্র ও গোলাবারুদসহ আটক মনিশকে নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।

ওসি বলেন, এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা করা হয়েছে।

পিএনএস/এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন