মাদারীপুরে জ্বালানি তেল চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

  07-11-2023 10:10AM




পিএনএস ডেস্ক: মাদারীপুরে আন্তঃজেলা জ্বালানি তেল চুরি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে সাত হাজার একশত চুয়ান্ন লিটার ডিজেল জব্দ করা হয়।

রোববার দিবাগত রাত ১২টার দিকে শিবচর ইলিয়াস আহমেদ ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৬ নবেম্বর) বিকেল ৫টায় এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মাহাবুব হকের ছেলে রেদওয়ান হক সৌরভ, মিন্টু বেপারীর ছেলে মিঠু বেপারী, মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে করিম হাওলাদার, জাহাঙ্গীর বেপারীর ছেলে জুবায়ের, মৃধাকান্দী এলাকার সিরাজ মৃধার ছেলে হৃদয় মাতুব্বর, শরীয়তপুর জেলার জাজিরা থানার খান কান্দি এলাকার কুদ্দুস খানের ছেলে আল আমিন খান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চোর চক্রের সদস্যরা বিভিন্ন লরি থেকে পাইপ দিয়ে তেল নামিয়ে ব্যারেলে ভর্তি করে বাজারে কম দামে বিক্রি করে এমন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরী ঘাটের ৪ নম্বর ফেরিঘাটের পাশে অভিযান চালিয়ে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিত টের পেয়ে আরও কিছু সদ্য পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে সাত হাজার একশত চুয়ান্ন লিটার ডিজেল, একটি ট্যাংকার, ৮টি স্টিলের ব্যারেল, একটি স্যালো ইঞ্জিন উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা চলমান রয়েছে। এরা কোনো ধরনের নাশকতার সঙ্গে জড়িত কিনা সেটাও খতিয়ে দেখা হবে।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন