পিএনএস ডেস্ক: রাজধানীর বাড্ডায় পাঁচ বছরের এক কন্যাশিশু গত ৫ নভেম্বর ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক রুবেলকে (২৩) আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে বাড্ডা থানার ওসি মোহাম্মদ ইয়াসীন গাজী এ তথ্য নিশ্চিত করেন। ধর্ষক রুবেল নারায়ণগঞ্জের রূপগঞ্জের সনপাড়ার ইয়াসিনের ছেলে বলে জানা গেছে।
মামলাসূত্রে জানা গেছে, ভিকটিম শিশুটির ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় ঘটনার দিন তার মা শিশুটিকে তার খালার কাছে রেখে হাসপাতালে যান। এ সুযোগে অভিযুক্ত রুবেল ভিকটিমকে চকলেট দেওয়ার কথা বলে একটি রিকশার গ্যারেজে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এ সময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে ১১ নভেম্বর ভিকটিমের মা বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন।
বাড্ডা থানার ওসি মোহাম্মদ ইয়াসীন গাজী বলেন, অভিযুক্ত রুবেলকে শনিবার জামালপুর থেকে আটক করা হয়। পরে সোমবার আদালতের মাধ্যমের কারাগারে পাঠানো হয়েছে।
পিএনএস/সোহান
বাড্ডায় ৫ বছরের শিশু ধর্ষন, জামলপুর থেকে ধর্ষক আটক
13-11-2023 04:45PM