পিএনএস ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নতুন রেলওয়ে স্টেশন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- জয় কালাইয়া (২৩), মেহেরাজ মিয়া (১৯), মোঃ কাউছার (২৪) ও শরীফ (২০)।
সোমবার তাদের নতুন রেলওয়ে স্টেশনের ৭নং বাস পার্কিংয়ের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি টিপ ছোরা উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়দুল হক বলেন, রাতে বিআরটিসি, সিআরবিগামী পথচারী, ষ্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক যাতায়াতকারী গাড়ী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির উদ্দেশ্যে তারা অবস্থান নিয়েছিল। পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পিএনএস/এমএইউ
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪
07-02-2024 10:29AM