লেনদেনের সময় বাড়লো শেয়ারবাজারে

  23-05-2021 06:00PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে শেয়ারবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলবে। সোমবার (২৪ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ব্যাংক লেনদেনের সময় বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে শেয়ারবাজারেও লেনদেনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়টি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে অবহিত করা হয়েছে।

রোববার (২৩ মে) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, রোববার বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর লেনদেনের আধা ঘণ্টা বাড়িয়ে সকাল ১০ টাকা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্ধারণ করেছে। এ কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে শেয়ারবাজারের লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে।

রোববার (২৩ মে) পর্যন্ত মেয়ারবাজারে লেনদেনের সময়সূচি ছিল সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। আগামীকাল থেকে তা বেড়ে দুপুর ২টা পর্যন্ত চলবে।

এছাড়া লেনদেন চলাকালীন প্রি-ওপেনিং সেশন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত এবং পোস্ট ক্লোজিং সেশন ২টা থেকে ২ টা ১৫ মিনিট পর্যন্ত চালু থাকবে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন