লেনদেনের শীর্ষে বেক্সিমকো

  15-06-2021 03:23PM

পিএনএস ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। এদিন কোম্পানিটি মোট লেনদেন করেছে ৯৬ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটি মোট এক কোটি দুই লাখ ৪৯ হাজার ২৫৮টি শেয়ার হাতবদল করে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৪ টাকা দরে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাইওনির ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির মোট ৩০ লাখ ৫২ হাজার ৬৮৪টি শেয়ার হাতবদল করে। যার বাজার মূল্য ৬৩ কোটি ৩২ লাখ ৮৮ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০৫.৫০ টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির মোট এক কোটি এক লাখ সাত হাজার ৬৭৪টি শেয়ার হাতবদল করে। যার বাজার মূল্য ৬৩ কোটি সাত লাখ ২৯ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬২ টাকা।

এছাড়াও তালিকায় অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্মস কোম্পানি লিমিটেড, লুব-রেফ বাংলাদেশ লিমিটেড, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইজেনারেশন লিমিটেড, মীর আক্তার হোসাইন লিমিটেড, নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ফরচুন সুজ লিমিটেড।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন