ভ্যাকসিন পাওয়া নিয়ে আমিও কনসার্ন: অর্থমন্ত্রী

  26-06-2021 04:40PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার সঙ্গে টিকা প্রাপ্তির অনিশ্চয়তা প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভ্যাকসিন পাওয়া নিয়ে আমিও কনসার্ন।

শনিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আপনাদের মতো ভ্যাকসিন পাওয়া নিয়ে আমিও কনসার্ন। তবে, শিগগিরই ইতিবাচক সমাধান হবে বলে আশা করছি।’

সোমবার থেকে সরকার সারাদেশে সর্বাত্মক লকডাউন দিতে যাচ্ছে। এ সময় গরিবদের জন্য বিশেষ কোনো কর্মসূচি নেওয়া হবে কিনা জানতে চান সাংবাদিকরা।

মুস্তফা কামাল বলেন, ‘বিষয়টি প্রধানমন্ত্রী নিজে দেখাশোনা করেন। তিনি বিশেষ কোনো ব্যবস্থা নেবেন।’

আগামী অর্থবছরের বাজেট পলিশ করার বিষয়ে পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘বিষয়টি আপনাদের মতো আমারও বোধগম্য হয়নি। এটা নিয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে কথা বললে জানা যাবে যে তিনি কী বোঝাতে চেয়েছেন।’

‘বাজেট প্রণয়নের সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রস্তাবও গ্রহণ করা হয়েছে’ যোগ করেন অর্থমন্ত্রী।

আজকের সভায় রাশিয়া থেকে জরুরিভিত্তিতে পাঁচ লাখ টন গম ক্রয়সহ ১৬টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন