দুই মাস পর তামাবিল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

  06-07-2021 07:44PM

পিএনএস ডেস্ক : প্রায় দুই মাস পর স্বাস্থ্যবিধি মেনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে শুরু হয় এ কার্যক্রম। বিকেল পর্যন্ত ভারত থেকে পাথর বোঝাই পাঁচটি ট্রাক বন্দরে প্রবেশ করেছে। তবে বাংলাদেশ থেকে কোনো পণ্যবাহী যান ভারতে যায়নি বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে ভারতের মেঘালয়ে লকডাউনের কারণে গত ১ মে থেকে তামাবিল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি সেখানকার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ফলে স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠন ও ভারতীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে আমদানি-রপ্তানি চালুর বিষয়ে সিদ্ধান্ত হয় বলে ব্যবসায়ী সংগঠনের নেতারা জানান।

তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সেদু বলেন, ‘দুই মাস পর বন্দরের কার্যক্রম চালু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে বেশ উৎসাহ দেখা গেছে। উৎসাহ দেখা দিয়েছে শ্রমিকদের মাঝেও।’

তামাবিল স্থলবন্দরের উপ-পরিচালক মাহফুজুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে স্থলবন্দরের কার্যক্রম চালু ছিল। কিন্তু লকডাউনের কারণে ভারত তাদের ডাউকি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছিল। প্রায় দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে এই বন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি চালু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে সতর্কতা হিসেবে প্রশাসনের উদ্যোগে এবং ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় ইমিগ্রেশনে আগত ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষার পরই বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি পণ্যবাহী ট্রাকে জীবানুনাশক ছিটানো হচ্ছে।’

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন