লেনদেন কমেছে পুঁজিবাজারে

  07-07-2021 02:22PM

পিএনএস ডেস্ক : পুঁজিবাজারে বুধবার (৭ জুলাই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে ৬ হাজার ১৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে, ১ হাজার ৫৭৭ কোটি ৫৬ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭২ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪২টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৭১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ২৯৪ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৫০ পয়েন্ট কমে ১০ হাজার ৭৩১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ৩০৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১৬টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৩০ লাখ টাকা।

পিএনএস/এসআইআর



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন