ব্যাংক লেনদেনের সময় বাড়ল

  08-07-2021 12:07PM

পিএনএস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ‘কঠোর বিধিনিষেধে’ ব্যাংকে লেনদের সময় আরো এক ঘণ্টা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ থেকে ব্যাংকিং কার্যক্রম চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বিধিনিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববারও ব্যাংক বন্ধ থাকবে। সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংক স্বীয় বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে।

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে ব্যাংকে লেনদেন চলছে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। আর ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন চলছে ১টা পর্যন্ত

নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে গত ৩১ জুলাই থেকে সাত দিনের বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপরে আবারো বিধিনিষেধ বাড়িয়ে আগামী ১৪ জুলাই পর্যন্ত করে সরকার।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন