ভোমরা স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

  20-07-2021 02:51PM

পিএনএস ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে টানা ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল (২১ জুলাই) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তাই যথাযথভাবে দিনটি উদযাপনের মঙ্গলবার (২০ জুলাই) সকাল থেকে আগামী (২৪ জুলাই) পর্যন্ত বন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লোয়িস কার্গো ওয়েলফেয়ার অ্যা সোসিয়েশনসহ সংশ্লিষ্ট দুই দেশের কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আরাফাত হোসেন আরও জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে টানা ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা করা হয়েছে। তবে ঈদে সরকারি ছুটি ছাড়া বন্দরের কার্যক্রম চলবে।

ছুটি শেষে ২৫ জুলাই রোববার থেকে বন্দর দিয়ে দু’দেশের মাঝে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে বলেও জানান তিনি।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন