জেনিথ ইসলামী লাইফকে ৪.৫০ কোটি টাকার উদ্যোক্তা শেয়ার বিক্রয়ের অনুমোদন

  11-10-2021 04:38PM

পিএনএস : পিএনএস : জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে উদ্যোক্তা শেয়ার বিক্রয়ের অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ ( আইডিআরএ)।

জেনিথ ইসলামী লাইফের আবেদনের পরিপ্রেক্ষিতে কোম্পানিকে ৪.৫০ কোটি টাকার শেয়ার বিক্রয়ের অনুমোদন প্রদান করা হয়। সোমবার (১১ অক্টোবর) কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মো. শাহ্ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।

প্লেসমেন্ট এর মাধ্যমে বিক্রয়কৃত শেয়ার কোম্পানির পরিশোধিত মূলধনের ৬০% হিসেবে গন্য করার সুযোগ রয়েছে। তবে বিক্রয় পূর্বে বিনিয়োগকারীদের তালিকা ও বিস্তারিত তথ্যাদি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ ( আইডিআরএ) কে অবহিত করতে হবে।

উল্লেখ্য এর আগে কোম্পানিটির পক্ষ থেকে উদ্যোক্তা শেয়ার বিক্রির অনুমোদন চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দেয় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন