নাগালের বাইরে শীতকালীন সবজি

  26-11-2021 12:38PM

পিএনএস ডেস্ক : রাজধানীর বাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও দাম এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। তবে কিছু কিছু সবজির দাম কমতে শুরু করেছে।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমনটাই দেখা গেছে। বাজারে কাঁচা মরিচ এখনও চড়া দামে বিক্রি হচ্ছে। তবে কিছুদিন আগে দেড়শ টাকার ওপরে কেজি বিক্রি হওয়া শিম এখন ৬০ টাকাতে পাওয়া যাচ্ছে।

সরেজমিন দেখা গেছে, বাজারে শীতের আগাম নানা প্রকারের সবজি চলে এসেছে। তবে পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে অনেক বেশি দামে সবজি বিক্রি হচ্ছে।

প্রতি কেজি শিম পাইকারি বাজারে খুচরা ৬০ থেকে ১২০ টাকা, ঢেঁড়স খুচরা ৭০-৮০ টাকা, বাঁধাকপি খুচরা ৪০ টাকা, ফুলকপি ৪০-৪৫ টাকা, মুলা ৩০-৪০ টাকা, বেগুন ৬০-৮০ টাকা, কাঁচামরিচ ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। শালগম প্রতিকেজি ৬০, পাতাকপি প্রতিটি ৫০, আলু প্রতিকেজি ২৫-৩০, টমেটো ১৫০-১৬০, গাজর ১০০টাকা এবং মাঝারি সাইজের একটি লাউ ৫০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও লাউশাক, লালশাক, পালংশাক, মূলাশাক আটিপ্রতি ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতারা জানান, পাইকারি বাজারে সবজির দাম বেশি। ফলে সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না।

সবজি ব্যবসায়ী ওমর ফারুক বলেন, অস্বাভাবিকভাবে বেড়ে গেছে কয়েকটি সবজির দাম। সরবরাহ কম থাকায় এই অবস্থা। কারওয়ান বাজারেও প্রতিটি সবজির দাম বেশি।

এদিকে স্থিতিশীল রয়েছে মাছ, মুরগী এবং মাংসের দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকা দরে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। এছাড়া ডিমের দামও বেড়েছে হালিপ্রতি ৫ টাকা।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি গরুর মাংস ৬০০ এবং প্রতিকেজি খাশির মাংস বিক্রি হচ্ছে ৯০০ টাকা কেজি। এদিকে মাছের বাজারে দেখা গেল ক্রেতা-বিক্রেতা খুব বেশি নেই, তবে দাম বেশ চড়া।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন