সূচকের ব্যাপক পতনেও বেড়েছে লেনদেন

  30-11-2021 04:42PM

পিএনএস ডেস্ক: গত কার্যদিবসে কিছুটা উত্থান হলেও সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ নভেম্বর) ব্যাপক পতনে শেষ হয়েছে পুঁজিবাজরের লেনদেন। এদিন পুঁজিবাজরের প্রধান সূচক কমেছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স ৯২.২৫ পয়েন্ট কমে ৬ হাজার ৭০৩.২৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে আজ ১ হাজার ১৪৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৩৮ কোটি ৬৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭০৮ কোটি ১৮ লাখ টাকার।

ডিএসইতে ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে আজ। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৬৬টির এবং ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন