অবশেষে কমলো স্বর্ণের দাম

  15-03-2022 11:39PM

পিএনএস ডেস্ক: এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ টাকা কমেছে। এর ফলে বুধবার (১৬ মার্চ) থেকে এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৮ হাজার ১৪৮ দশমিক ৮০ টাকা।

মঙ্গলবার (১৫ মার্চ) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের মূল্য নির্ধারণের এ খবর গণমাধ্যমকে জানানো হয়েছে।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ দশমিক ৪০ টাকা কমেছে। বুধবার (১৬ মার্চ) থেকে এমানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৮ হাজার ১৪৮ দশমিক ৮০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭৪ হাজার ৬৪৯ দশমিক ৬০ টাকা। আগে দাম ছিল ৭৫ হাজার ৬৯৯ দশমিক ৩৬ টাকা। ভরিতে দাম কমেছে ১০৪৯ দশমিক ৭৬ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৪ হাজার ৩৫ দশমিক ৩৬ টাকা। বর্তমান দাম রয়েছে ৬৪ হাজার ৯৬৮ দশমিক ৪৮ টাকা। দাম কমেছে ভরিতে ৯৩৩ দশমিক ১২ টাকা।

সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৩ হাজার ৩৬২ দশমিক ৪০ টাকা। বর্তমান দাম রয়েছে ৫৪ হাজার ৬২ দশমিক ৬৪ টাকা। ভরিতে দাম বেড়েছে ৭০০ দশমিক ২৪ টাকা।

রুপার দাম অপরিবর্তিত: এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিতই রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

এম. এ হান্নান আজাদ বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ ও রৌপ্য বিক্রির অনুরোধ করা হলো।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন