প্রতিদিন ৬০০ কোটি টাকার রেমিট্যান্স আসছে দেশে

  24-04-2022 07:55PM

পিএনএস ডেস্ক : কয়েকদিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। এই উৎসব সামনে রেখে দেশে পরিবার-পরিজনকে টাকা পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।

জানা গেছে, চলতি এপ্রিল মাসের ২১ দিনে দেশে ১৪০ কো‌টি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ১৩০ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এমনটাই জানা গেছে। এই হিসেবে রোজায় প্রতিদিন গড়ে ৬০০ কোটি টাকার মতো রেমিট্যান্স আসছে দেশে। আশা করা হচ্ছে, চলমান ধারা অব্যাহত থাকলে এপ্রিল মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ ২০০ কোটি ডলার ছা‌ড়ি‌য়ে যাবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রেমিট্যান্স বাড়ছে আমাদের জন্য এটা ভালো খবর। আমরা আশা করছি, প্রবাসীদের অর্থ পাঠানোর এ ধারা অব্যাহত থাকলে চলতি এপ্রিলে রেমিট্যান্স ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

এর আগে, গেল মার্চে প্রবাসীরা ১৮৬ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা আগের মাসের চেয়ে ২৪ শতাংশ বা ৩৬ কোটি ৫৫ লাখ ডলার বেশি। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৪৯ কোটি ডলার।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন