টাকার মান আবার কমলো, ১ ডলার এখন ৯২.৫০ টাকা

  13-06-2022 09:28PM

পিএনএস ডেস্ক : মার্কিন ডলারের বিপরীতে আবারও টাকার মান কমেছে। আজ সোমবার ৫০ পয়সা কমে আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের বিনিময় মূল্য এখন ৯২ টাকা ৫০ পয়সা।

বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত মঙ্গলবার আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের বিনিময় হার ৯২ টাকা হয়েছিল।

এ নিয়ে এ বছর ১৩ দফা টাকার অবমূল্যায়ন হলো।

বিশ্ব বাজারে পণ্যমূল্য বৃদ্ধির কারণে গত বছরের শেষ থেকে দেশের আমদানির মূল্য পরিশোধের অর্থের পরিমাণ বেড়ে যায়। এতে বৈদেশিক মুদ্রা বাজারে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়।

চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিলের মধ্যে আমদানি ব্যয় ৪১ শতাংশ বেড়ে ৬৮ দশমিক ৬৬ বিলিয়ন ডলারে পৌঁছে যায়।

এতে রেকর্ড ২৭ দশমিক ৫৬ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি তৈরি হয়।

এছাড়া, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে রেমিট্যান্স প্রবাহ বছরে ১৬ শতাংশ কমে ১৯ দশমিক ২০ বিলিয়ন ডলার হয়।

এসব কারণে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত বছরের ৩১ ডিসেম্বর ৪৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার থাকলেও, তা কমে গত ১ জুন ৪১ দশমিক ৭০ বিলিয়ন ডলারে নেমে আসে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন