পিএনএস ডেস্ক: আবারো বেড়েছে সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছে ১২ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা লিটার।
বৃহস্পতিবার থেকেই নতুন মূল্য কার্যকর হবে বলে ভোজ্যতেল উৎপাদক সমিতি সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ভোজ্যতেলের আমদানিতে সরকারের ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়।
নতুন দাম অনুযায়ী, খোলা সয়াবিন প্রতি লিটার ১৭৬ টাকা, বোতলজাত সয়াবিন প্রতি লিটার ১৯৯ টাকা, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৬০ টাকা, পাম সুপার খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পিএনএস/আনোয়ার
আবারো বাড়ল সয়াবিন তেলের দাম
04-05-2023 01:32PM
