সেপ্টেম্বরে কমছে সব ধরণের জ্বালানি তেলের দাম

  28-08-2024 10:14AM

পিএনএস ডেস্ক: আগামী সেপ্টেম্বরে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৮ আগস্ট) জ্বালানি বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সুত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশেও সমন্বয় করা হবে। যে কারণে আগামী মাসে তেলের দাম কিছুটা কমবে। পাশাপাশি বর্তমান ফর্মুলা অনুযায়ী, জ্বালানি তেলের দামের মধ্যে বিপিসির জন্য যতটা মুনাফা রয়েছে–সেটাও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেপ্টেম্বরে অকটেন ও পেট্রোলে লিটার প্রতি ৮ থেকে ১২ টাকা এবং ডিজেল ও কেরোসিনে লিটার প্রতি দেড় থেকে পৌনে দুই টাকা দাম কমাবে সরকার।

গত ১ জুন থেকে দেশে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে ১০৬ টাকা ৭৫ পয়সা, অকটেন ১৩১ টাকা ও পেট্রোল ১২৭ টাকা দরে বিক্রি হয়ে আসছে।

অন্যদিকে, মঙ্গলবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল পরিশোধিত ডিজেলের দাম ৯১ দশমিক ২৫ মার্কিন ডলার। আর পরিশোধিত অকটেন ৮৮ ডলারে বিক্রি হচ্ছে। অকটেনের তুলনায় ডিজেলের দাম প্রতি ব্যারেলে তিন থেকে সাড়ে তিন ডলার বেশি। যে কারণে ডিজেলের দাম তুলনামূলক কম কমানো হবে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন