পুঁজিবাজারের অনিয়ম-কারসাজি-দুর্নীতি তদন্তে কমিটি গঠন

  01-09-2024 08:20PM

পিএনএস ডেস্ক: পুঁজিবাজারে বিগত সময়ের অনিয়ম, দুর্নীতি ও কারসাজি তদন্ত করতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজারের স্থিতিশীলতা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও পুঁজিবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে এই তদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ২১ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ১৭(ক)-এ দেয়া ক্ষমতাবলে এই কমিটি গঠন করেছে বিএসইসি।

পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে যুক্তরাষ্ট্রের টেরা রিসোর্সেস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং কনসালটেন্ট জিয়া ইউ আহমেদকে। তদন্ত কমিটিকে ৬০ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে কমিশনে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।


বিস্তারিত আসছে...

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন