নিরাপদ সড়কের দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

  20-03-2019 10:17PM

পিএনএস, জাবি প্রতিনিধি : সুপ্রভাত পরিবহনের বাসচাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনার প্রতিবাদে চলমান নিরাপদ সড়ক আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বুধবার (২০ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡র থেকে মিছিল বের হয়ে তা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এরপর তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এসময় শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে দোষী পরিবহন শ্রমিকদের বিচারের আওতায় আনতে হবে। সুপ্রভাত ও জাবালে নূরের রুট পারমিট বাতিলসহ শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া সুবিধা নিশ্চিত করতে হবে। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ-স-ম ফিরোজ উল হাসান আন্দোলনকারীদের সাথে কথা বললে তারা অবরোধ কর্মসূচি থেকে সরে আসে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৭ টায় ঢাকার প্রগতি স্মরণী এলাকায় সুপ্রভাত বাসের ধাক্কায় বিইউপি’র শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন