করোনায় জাবি অধ্যাপকের মৃত্যু

  26-07-2021 10:19PM

পিএনএস ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ-রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মু. নজিবুর রহমান (৫২) মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাসজনিত শারীরিক জটিলতা নিয়ে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


তিনি স্ত্রী, ১ মেয়ে, ১ ছেলে এবং অগণিত ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার সকাল পৌনে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হয়। পরে দাফনের উদ্দেশ্যে মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে নিয়ে যাওয়া হয়।

অধ্যাপক ড. মু. নজিবুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন- জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, প্রাণ-রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. ফারহা মতিন জুলিয়ানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম (এনটিএফ), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদসহ মরহুমের সহকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা।

পিএনএন/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন