এসএসসির সিলেবাস আরো সংক্ষিপ্ত করার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

  06-10-2021 02:09PM

পিএনএস ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসির শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসকে আরো সংক্ষিপ্ত করার দাবি করেছে। তবে এ সিলেবাস আরো সংক্ষিপ্ত করার কোনো সুযোগ নেই।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষার অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে চলতি বছর ও আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ করে পরীক্ষার আয়োজন করা হবে।

তিনি বলেন, সংক্ষিপ্ত সিলেবাস আরো সংক্ষিপ্তকরণের জন্য কেউ আন্দোলন করলে, সেটিকে আমলে নেয়া হবে না। এর চাইতে ক্লাসে পাঠদানের প্রতি শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার পরামর্শ এ সময় দেন শিক্ষামন্ত্রী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন