ঢাবির 'চ' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

  09-10-2021 12:24PM


পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষ (২০২০-২১) সেশনের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা হবে আজ।

আজ শনিবার সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। প্রতি ইউনিটের মতো চারুকলা অনুষদের 'চ' ইউনিটের পরীক্ষাও ঢাবি ক্যাম্পাসের পাশাপাশি দেশের আরো সাতটি বিভাগীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় 'চ' ইউনিটে সর্বমোট আসনসংখ্যা ১৩৫টি। আসনসংখ্যার বিপরীতে আবেদন জমা পড়েছে ১৫ হাজার ৪৯৬ টি। অর্থাৎ প্রতি একটি আসনের জন্য ১১৫ জন পরীক্ষার্থী মুখোমুখি হবেন।

এই ইউনিটের ১৫ হাজার ৪৯৬ শিক্ষার্থীর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮ হাজার ১৬৬ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৪৩ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৯৭ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ২৭০ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৬১ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪২৮ জন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৯৬৪ জন পরীক্ষায় অংশ নেবেন।

এর আগে গত ১ অক্টোবর 'ক' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। যা আগামী ২৩ অক্টোবর 'ঘ' ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে। এর মাঝখানে ২ অক্টোবর 'খ' ইউনিট ও আগামী ২২ অক্টোবর 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন