নটরডেমের শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ-বিক্ষোভ

  24-11-2021 05:18PM

পিএনএস ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আবর্জনার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষী চালকের ফাঁসির দাবি জানাচ্ছে তারা।

বুধবার বিকেল ৩টা থেকে মতিঝিলের শাপলা চত্বর ও এর আশপাশের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

মতিঝিল থানার ডিউটি অফিসার এস আই কলিমউদ্দিন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বছেছে। দুর্ঘটনায় জড়িত গাড়ির চালককে আটক করা হয়েছে।

পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া জানান, ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট চালককে আটক করা হয়েছে। চালকের নাম রাসেল। এ ঘটনায় মামলার প্রস্তুতির পাশাপাশি আবর্জনার গাড়িটিও থানায় আনা হয়েছে।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন