ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

  14-12-2021 11:00PM

পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত ইলমা চৌধুরী মেঘলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্রী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী জানিয়েছেন, লাশটি বনানী থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের খালু জানান, ইলমা স্বামীর সঙ্গে বনানীর ৪৬ নম্বর রোডের এল ব্লকে বসবাস করত। তারা চারটার দিকে জানতে পারেন, ইলমাকে হত্যা করা হয়েছে। হাসপাতালে গিয়ে তার লাশ পান। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায়, ইলমাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

এদিকে, ঘটনার পর বনানী থানা পুলিশ স্বামী ইফতেখারকে আটক করেছে।

নিহত ঢাবি ছাত্রীর খালু জানান, এই ঘটনায় তারা মামলার জন্য এখন বনানী থানায় অস্থান করছেন।

মেঘলার সহপাঠী মর্জিনা নাসরিন মুমু সাংবাদিকদের বলেন, আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। মেঘলার শরীরে অনেক আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাটি দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলেন, নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা হয়েছে। তার পরিবার যে সহযোগিতা চাইবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা দিতে প্রস্তুত।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন