ঢাবির সাত কলেজের বিষয় ও কলেজ নির্বাচনের ফল প্রকাশ

  16-01-2022 11:12PM

পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের স্নাতক প্রথম বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির বিষয় ও কলেজ মনোনয়নের ফল প্রকাশিত হয়েছে।

রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজসমূহের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিষয় ও কলেজ মনোনয়নের ফলাফল cutt.ly/wEjvGJE ওয়েবসাইটে লগইন করে দেখা যাবে। এছাড়া শিক্ষার্থীদের মাইগ্রেশন ও ভর্তির বিষয়ে চলতি সপ্তাহে ওয়েবসাইটে জানানো হবে।

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সাত কলেজের বিজ্ঞান অনুষদ, বাণিজ্য অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কলেজ ও বিষয় পছন্দ করেন।

গত বছরের ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৭ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সাত কলেজের তিনটি ইউনিটে এ বছর মোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন