৩ দিন প্রাথমিক অধিদপ্তরে দর্শনার্থী নিষিদ্ধ

  18-04-2022 07:47PM

পিএনএস ডেস্ক : দেশের নানা প্রান্ত থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আসেন সেবাপ্রত্যাশীরা। তবে আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার অধিদপ্তরে সব ধরণের ভিজিটর নিষিদ্ধ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. হামিদুল হকের স্বাক্ষর করা আদেশে বলা হয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ২০-২২ এপ্রিল পর্যন্ত সকল প্রকার দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন