ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজের উদ্যোগে মাদক ও দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা ৩০ মে

  25-05-2022 06:46PM

পিএনএস ডেস্ক : ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজের উদ্যোগে-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ক্যাট-আধুনিক-সাস্ক-হু সাপোর্ট ফোরাম আয়োজিত ‘মাদক ও দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা : বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২২’ আগামী ৩০ মে অনুষ্ঠিত হবে।

ঢাকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সভাকক্ষে সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এতে ক্যাট-আধুনিক-স্কাফ-হু সাপোর্ট ফোরামের চেয়ারম্যান ও দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রতিমন্ত্রী সামছুল হক টুকু, এমপি।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব সামছুল আলম দুদু, সিনিয়র স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইফুল হাসান বাদল উপস্থিত থাকবেন।

সভায় উদ্বোধক হিসেবে বিটিআরসি চেয়ারম্যান কবি শ্যামসুন্দর সিকদার ও বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম অংশগ্রহণ করবেন।

এতে ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজের সম্পাদক আলী নিয়ামত শুভেচ্ছা বক্তব্য ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো: আব্দুস সবুর মন্ডল পিএএ স্বাগত বক্তব্য রাখবেন।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন